রোহিঙ্গা আগমনের তিন বছর পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর সেদেশের মগ সেনারা নির্মম নির্যাতন, ধর্ষণ, হত্যা ও বাড়ি ঘরে অগ্নিসংযোগের ফলে বাস্তচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা এদেশে পালিয়ে আসে। ২০১৭ সালের ২৫ আগস্ট দলে দলে রোহিঙ্গা আসার তিন বছর পূর্ণ হলো আজ। ২৫ আগস্টকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষনা দিয়ে গত দুই বছর পালন করেছে রোহিঙ্গারা। এবারও ২৫ আগস্টকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের ভিন্ন ভাবে উদ্যোগ নিয়েছে। করোনার (কোভিড-১৯) কারণে জন সমাবেশ এড়িয়ে এবার মসজিদে মসজিদে নামাজের পর বিশেষ দোয়া ও সারা দিন ঘর থেকে বাহির না হয়ে পরিবার পরিজনদের নিয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া চাইবেন।

রোহিঙ্গা নেতারা দাবী করেন, ২০১৭ সনে সেনাদের হাতে ১০০ নারী ধর্ষিত, ৩০০ গ্রামকে নিশ্চিহ্ন, ৩৪ হাজার শিশুকে এতিম, ১০ হাজারের বেশী রোহিঙ্গাকে হত্যা, ৯ হাজার ৬০০ মসজিদ, ১২০০ মক্তব, মাদ্রাসা ও হেফজখানায় অগ্নিসংযোগ, ২ হাজার ৫০০ রোহিঙ্গা মুসলিম এখনো বন্দি ও ৮ লাখের বেশী রোহিঙ্গা আরকান রাজ্য থেকে বাস্তচ্যুত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here