শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ২০১৪-২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ক্রেইগ। তিনি কোচ থাকাকালে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে কিউরা।

এছাড়াও সাবেক এই নিউজিল্যান্ড ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে ইংলিশ কাউন্টি ক্লাব ক্যান্টারবুরি, মিডলসেক্স ও আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের কোচের দায়িত্ব পালন করেছেন ।

নিউজিল্যান্ডের হয়ে ১৯৭টি ওয়ানডে ম্যাচে চার হাজার ৭০৭ রান করেছেন ক্রেইগ। এছাড়া ৫৫ টেস্টে তিন হাজার ১১৬ রান ও ১৯৭টি এক দিনের ম্যাচে ৮৭০৭ রান করেছেন এই কিউই ব্যাটসম্যান। পাশাপাশি আটটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির পদত্যাগ করেন । তারপরই বিসিবি নতুন ব্যাটিং পরামর্শক খুঁজতে শুরু করে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here