করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের বারগুলো বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অবশেষে বার খুলে দেয়ার অনুমতি দিল তারা। তবে খোলা যাবে শুধু আবাসিক হোটেলের বারগুলো। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অধিদফতরের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, কভিড প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ মার্চের সংখ্যক স্মারকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

এখন শুধুমাত্র আবাসিক হোটেল বারসমূহের (যেসব হোটেলে আবাসন ব্যবস্থা রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here