মাদক সেবনের দায়ে চাকরি হারাচ্ছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের ২৬ সদস্য। ডোপ টেস্টে ২৬ জনকে মদকসেবী হিসেবে শনাক্ত করার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেছেন, মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ পেয়েছি। তাদেরকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

শনিবার মিরপুরে অবস্থিত ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্য, যারা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে।

মাদক বিষয়ে আমরা কাউকে ছাড় দেব না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে ফিরে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here