মেডিকেল কোরে নাজমা বেগম প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল

217

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে চিকিৎসা প্রশাসন (মেডিকেল কোর) থেকে প্রথম নারী কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন নাজমা বেগম।

বৃহস্পতিবার আইএসপিআর জানায়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে ব্রিগেডিয়ার জেনারেল পদে নাজমা বেগমের এ পদোন্নতি নারীর ক্ষমতায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করল।’

তিনিই সর্বপ্রথম একজন নারী কর্মকর্তা যিনি ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন।

তিনি ছিলেন মেডিকেল সার্ভিসের প্রথম নারী সহকারী পরিচালক। তিনি জাতিসংঘের ইতিহাসে সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুবার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন এবং দুবার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন।

নাজমা বেগম বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিকালীন দুটি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিকেল স্কোয়াড্রন কমান্ড করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ফোর্স কমান্ডার, এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন।

নাজমা বেগম ২০১৬ এবং ২০১৯ সালে ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here