ইলিশ রক্ষায় শরীয়তপুর জেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে চলমান অভিযানে পদ্মা-মেঘনা নদী তীরবর্তী পাঁচ উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে আজও ২১২ জেলেকে আটক করা হয়েছে।
এ সময় তিন লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল, ১৮৫ কেজি ইলিশ ও ছয়টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরে আটককৃত ২১২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানা মাদরাসায় বিতরণ করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত আছে।