CORONAVIRUS

দেশে করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ২০২ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৯০৬ জন ও রোগীর সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনে দাঁড়ালো্

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৭। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৫ শতাংশ। আবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৯৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ১৬৯ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৭০ লাখ ৭ হাজার ২৮৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here