সোমবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে চায়নাভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘অরিক্স বায়োটেক প্লাজমা ফ্রাকশানেশন প্লান্ট’ এর ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে বাংলাদেশ বায়োটেক প্লাজমা প্রযুক্তি যুগে প্রবেশ করেছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পলক বলেন, “অরিক্স বায়োটেক খাতে তিনশ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডের প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এ খাত সংশ্লিষ্ট এক হাজার কোটি টাকার আমদানি বন্ধ হবে।”
করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সুরক্ষা ম্যানেজমেন্ট ভ্যাকসিনেশন কার্যক্রম সারা বিশ্বে প্রশংসিত হয়েছে বলেও দাবি করেন পলক।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সামিট গ্রুপের অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল, চায়না অরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো, বাংলাদেশে নিযুক্ত চীনের কর্মাশিয়াল কাউন্সিলর লিউ সিনহুয়া।