স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কয়েক দিন ধরে দেশে করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু কেউই স্বাস্থ্যবিধি মানছে না।

রোববার রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) নবনির্মিত ভবন ও মুজিব কর্নার ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়লেও মানুষ সতর্ক হচ্ছে না। বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, কক্সবাজার, বান্দরবান বেড়াতে যাচ্ছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, গত ১৫ দিনে কক্সবাজারে প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণ করেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি। যারা বেড়াতে কিংবা ঘুরতে গিয়েছিল, তাদের অনেকেই আক্রান্ত হচ্ছেন।

সিএমএসডির পরিচালক ড. আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা বেগম, অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সিএমএসডির উপপরিচালক ডা. তউহীদ আহমদ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here