সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন । প্এ সময় সমাধিস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বঙ্গবন্ধুর দুই মেয়ে সমাধিসৌধে পৌঁছে গেছেন।
Bangladesh: Prime Minister Narendra Modi pays tribute to Sheikh Mujibur Rahman at Bangabandhu Mausoleum Complex, Tungipara
Bangladesh PM Sheikh Hasina also present pic.twitter.com/h51ThIHi2N
— ANI (@ANI) March 27, 2021
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে শেখ হাসিনা ও শেখ রেহানার উপস্থিতিতে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করে সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।
Prime Minister Narendra Modi plants a sapling at Sheikh Mujibur Rahman at Bangabandhu Mausoleum Complex, Tungipara. Bangladesh PM Sheikh Hasina also present. pic.twitter.com/qpiZc8rfnE
— ANI (@ANI) March 27, 2021
এরপর ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ীতে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।