দুইদিনের সফরে বাংলাদেশে আসা নরেন্দ্র মোদী তার সফরের দ্বিতীয় দিন বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
Prime Minister Narendra Modi meets Bangladesh's President Abdul Hamid in Dhaka. pic.twitter.com/EUG9oK4Hdw
— ANI (@ANI) March 27, 2021
দুই প্রধানমন্ত্রী প্রথমে কিছু সময় একান্তে বৈঠক করেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হয় । ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১২ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ও ১০৯টি অ্যাম্বুলেন্সের চাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন ।
এরপর ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন । সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (২৭ মার্চ) রাতে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।