অক্সিজেন লেভেল কমে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্বর ও কাশি রয়েছে।
করোনায় আক্রান্ত রিজভীকে গত ১৮ মার্চ মোহাম্মদপুরের বাসা থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে তাকে কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনা আক্রান্ত হয়ে গত ১১ মার্চ থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন ২৯ মার্চ থেকে করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।