লকডাউনের পঞ্চম দিনে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সব মার্কেটের দোকানপাট খুলেছে।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৯ টায় রাজধানী ঘুরে দেখা গেছে, প্রত্যেক মার্কেটের গেটে দাঁড়িয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয় নজরদারি করছেন মালিক সমিতির নেতারা। শর্ত সাপেক্ষে মার্কেট খোলার অনুমতি দেওয়ার জন্য সবাই সরকারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯ টার আগেই ইস্টার্ন মল্লিকা, গ্রীন স্মরণিকা শপিং মল, সুবাস্তু অ্যারোমা সেন্টার, ইসমাইল ম্যানশন, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন, চাদনীচক মার্কেট, চন্দ্রিমা এবং নিউমার্কেটে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে প্রবেশ এবং দোকান খুলতে দেখা গেছে।
গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকে মার্কেটে প্রবেশকারী সব কর্মকর্তা, কর্মচারীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করতে দেখা গেছে।