নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়ে বুধবার কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়েছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার ( ২৮ এপ্রিল) সাড়ে ৫টায় জামিনের কাগজপত্র দেখিয়ে তিনি কারামুক্ত হয়েছেন।
২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে হাজী সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে মারধর করার অভিযোগে মামলা দায়ের করা হয় ।
ইরফান সেলিমের বাবা হাজি সেলিম ও তার শ্বশুর একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগের সংসদ সদস্য ।