করোনাভারাসের ব্যাপকহারে ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান বিধিনিষেধ তথা ‘কঠোর লকডাউন’ আরেক দফা বাড়ছে।
সোমবার, ৩ মে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ‘চলমান বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।’
গত ৫ এপ্রিল আরোপ হওয়া বিধিনিষেধ কয়েক দফায় বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছিল। আজ আবারও বেড়ে তা ১৬ মে পর্যন্ত কার্যকর হতে যাচ্ছে।