রাজধানীর বনানীতে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেখানে আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিচালক মো. শাহজাহান শিকদার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল ৯টার পর ছয়তলা ওই ভবনের তিন তলায় আগুন লাগে। এখন পর্যন্ত ১০টি ইউনিট যুক্ত হয়েছে।’

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) রায়হান কবির বলেন, ‘আমরা ৯টা ১০ মিনিটে আগুনের খবর পাই। ১০টা ১৪ মিনিটে বনানী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট সেখানে পৌঁছায়। এরপর তেঁজগাঁও ও কুর্মিটোলা স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট আগুন নির্বাপণকাজে যোগ দেয়।’

চেয়ারম্যানবাড়ীর ৭৯/৩ নম্বর ভবনের তিন তলায় আগুনের ঘটনা ঘটেছে। ভবনটি বাণিজ্যিক বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর এনামুল হক বলেন, ‘সকাল ৯টা ১০ মিনিটে বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় আনন্দ টিভির ভবনের ছয়তলার তৃতীয় তলায় আগুন লাগে। সেখানে একটি কার্টনের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।’

আগুনের সূত্রপাত কীভাবে সেটি এখনও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here