এগিয়ে চলা স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ আরও এক ধাপ এগিয়ে গেল।
সেতুর রেলওয়ে স্লাব বাসানোর পর এবার শেষ হলো রোডওয়ে স্লাব বসানোর কাজও। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর পুরো সড়কপথ।
সোমবার সকাল ১০টা ১২ মিনিটে আতশবাজির মধ্য দিয়ে স্লাবটি বসানোর কাজ শেষ হয়। সেতুতে মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব বসানো হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের স্প্যানে বসানো হলো শেষ রোডওয়ে স্লাবটি। এর আগে রোববার রাতে দুটি স্লাব বসানো হয়।
চলতি বছরের ২০ জুন শেষ হয়েছিল দ্বিতল সেতুর রেলওয়ে স্লাব বসানোর কাজ।