সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে হযরত শাহজালাল (র:) ও হযরত শাহ পরান (র:)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।
এ দিন দুপুর ১টা ২৯ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি জোহরের নামাজ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন।
এর পর শাহপরানের (র.) মাজার পরিদর্শন করে সেখানেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।