জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বুধবার থেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আগামী বুধবার (২৪ আগস্ট)থেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এতদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস খোলা ছিল।
এছাড়া একই দিন ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকের কাজ চলবে। যা এতদিন ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।অফিসের নতুন সময় সূচির পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানও সপ্তাহে দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরপর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন।
তিনি আরও জানান, সারাদেশে আমনের উৎপাদনে সেচ নিশ্চিত করার জন্য সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পল্লী বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে তিনি জানান।