গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ম্রিতুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি মারা গেছেন। গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক মামুন মোস্তাফী তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। গত বুধবার ( ৫ এপ্রিল) গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন ছিলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আগরতলার মেলাঘরে ৪৮০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি।