জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণ করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হল গ্রন্থাগারে “বঙ্গবন্ধু কর্নার” স্থাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী ২৩ জানুয়ারি বিকাল ২টায় সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল হলে একযোগে “বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করা হবে।
ডাকসু’র স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক বইসমূহ স্থান পাবে। এর জন্য প্রয়োজনীয় বই ও শেলফ ডাকসু সরবরাহ করবে। ১৮ টি হল গ্রন্থাগারে একযোগে “বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করা হবে।
এতে আরো বলা হয়েছে,বাঙালি জাতিসত্ত্বার অস্তিত্বে যে দুটি শব্দ অমোচনীয় তা হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানা আবশ্যিক। আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যে দেশ সম্যকযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে স্নাত হয়ে স্বাধীনতা অর্জন করেছে। আমাদের মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে উঠতে হলে ও যে স্বপ্নের বীজ জাতির জনক বপন করেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে আমাদের এই ইতিহাস জানা আবশ্যিক।