বৈচিত্র্যময় পৃথিবীতে বহু নামের মানুষ ও এলাকা রয়েছে। এসব নামকরণ করা হয় নানা ঘটনার পরিপ্রেক্ষিতে। এরপরও নামগুলো ব্যতিক্রম হলে শুরু হয় বহুমুখী আলোচনা। নীলফামারী জেলা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের নামও তেমনই। ব্যতিক্রমী হওয়ায় প্রাথমিক বিদ্যালয়টির নাম নিয়ে আলোচনাও হয়েছে অনেকবার।
নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নে অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
অবশেষে বিদ্যালয়টিন নাম পরিবর্তন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারী জেলার সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হলো। অবিলম্বে তা কার্যকর করা হবে।