করোনাভাইরাসে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে । আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন। আজ বুধবার আইইডিসিআর’র সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মৃত ব্যক্তি সম্পর্কে তিনি বলেন যে, তার ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, ও হার্টে সমস্যা ছিল। এছাড়া হৃদযন্ত্রে একবার তাকে স্টেনটিং করানো হয়েছিল।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এই প্রথম একজন মারা গেছেন। তার বয়স ৭০ বছরের বেশি। তিনি বিদেশ থেকে আসেননি । তবে, অন্য কারও কাছ থেকে তিনি সংক্রমিত হয়েছেন।