gonoshastho-kendo

করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করার জন্য টেস্টিং কিট তৈরি করার অনুমোদন পেল বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থা গণস্বাস্থ্যকেন্দ্র।

বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারকে এই অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানান ।

এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, কীট তৈরী অনুমতির জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরে (ডিজিডিএ) আবেদন করেছে গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেড। অনুমোদন পেলে এই কিট ২০০ টাকায় সরবরাহ করা যাবে এবং সাধারণ মানুষ পরীক্ষাটি ৩০০ টাকার মধ্যে করাতে পারবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কীট তৈরী করতে যুক্তরাজ্য থেকে কাঁচামাল আনতে হবে। ১ মাসের মধ্যে অন্তত ১০ হাজার কিট বাজারে সরবরাহ করতে পারব। পরবর্তী মাস থেকে ১ লাখ কিট সরবরাহ করতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here