করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনা করে স্বেচ্ছায় ‘কোয়ারেন্টাইনে’ গেছেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

আজ শনিবার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সাকিব পরিবারের সঙ্গে দেখা না করে একটি হোটেলে আইসোলেশনে যান ।

ফেসবুকে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্রে এসে পৌঁছলাম। যদিও বিমানে সবসময় একটু হলেও ভয় কাজ করেছে। তাও চেষ্টা করেছি কীভাবে নিজেকে হাইজিন, পরিস্কার ও জীবাণুমুক্ত রাখা যায়।’

তিনি আরো বলেন, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি। আমি ওদেরকে অবগত করেছি, এখানে থাকব কিছুদিন এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি।

নিজের সন্তানের সঙ্গে দেখা না করার কথা জানিয়ে সাকিব বলেন, ‘যে কারণে আমি আমার বাচ্চার সাথে দেখা করিনি। এটা অবশ্যই আমার জন্য অংকে কষ্টকর । তারপরও আমার কাছে মনে হয়, এই সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলে অনেক দূর এগুতে পারব।’

এছাড়াও তিনি এই বার্তায় সবাইকে করোনাভাইরাসের ঝুঁকি থেকে রেহাই পেতে নির্দেশাবলী মেনে চলার আহবান জানিয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here