পোশাকশিল্পসহ রপ্তানিমুখী সবশিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা সরকারের তহবিল থেকে সর্বোচ্চ তিন মাসের বেতন-ভাতা পাবেন। ১ এপ্রিল, বুধবার অর্থমন্ত্রণালয় এই তহবিল ব্যবহারের নীতিমালা প্রকাশ করেছে।

নীতিমালা অনুযায়ী, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে বেতন-ভাতা দিতে পারবেন। আর ওই ঋণ তাদের পরিশোধ করতে হবে ১৮টি সমান কিস্তিতে।

নীতিমালায় আরো বলা হয়েছে, শ্রমিক কর্মচারীদের বেতন ব্যাংক অবশ্যই তাদের মোবাইল বা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করবে।

উল্লেখ্য, করোনায় ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here