পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী ইসলামাবাদে তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এই সপ্তাহের শুরুতে তিনি একটি ইফতার মাহফিল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।
#Pakistan‘s National Assembly Speaker #AsadQaiser has become the latest top #politician to be #testedpositive for the #coronavirus on a day when authorities announced a record 990 new COVID-19 cases in the country.https://t.co/7xaSxwSehf
— DT Next (@dt_next) May 1, 2020
আসাদ কায়সার করোনা পজিটিভ ধরা পড়ার পর ইমরান খানকে আবারও পরীক্ষা করানো হবে কি না তা এখনও নিশ্চিত নয়। কিছুদিন আগেই পাকিস্তানের এক শীর্ষ দাতব্য সংস্থার প্রধান তার সঙ্গে সাক্ষাতের পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন। এর পরপরই পাকিস্তানি প্রধানমন্ত্রীরও করোনা টেস্ট করানো হয়। সেবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।
আসাদ কায়সারের পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে গত সোমবার সিন্ধ প্রদেশের গভর্নর ইমরান ইসমাইলের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে।