করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সময় নষ্ট করেনি বলে দাবি করেছেন সংস্থাটির প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার প্রধান বলেন, মহামারি ঠেকানোর জন্য চীন ছাড়া বাকি বিশ্ব পর্যাপ্ত সময় পেয়েছিল।

তিনি বলেন, গত ৩০ জানুয়ারি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে তখন চীনের বাইরে মাত্র ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এদের কেউ মারা যায়নি। সে সময় চীন ছাড়া বাকি বিশ্বের ক্ষেত্রে করোনা মোকাবিলার জন্য পর্যাপ্ত সময় হাতে ছিল।

‘ওই পরিস্থিতিতে একটি বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করার জন্য আমার মনে হয় সবাই বলেছে’ যোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

টেড্রস জোর দিয়ে বলেন, ‘করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় ফেব্রুয়ারিতে বিজ্ঞানী এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞদের একটি দল চীনে পাঠিয়েছিল ডব্লিউএইচও।’

‘আমরা কোনো সময় নষ্ট করিনি। আমরা কোনো সময় নষ্ট করতে চাইনি; বলছিলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘আমার মনে আছে তখন লোকেরা আমাদের চীন ভ্রমণ না করার পরামর্শ দেয়। কারণ এই ভাইরাসটি নতুন … এবং আমরা বলেছিলাম, ‘না, আমরা যাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here