Coronavirus-drug-Avigan

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেছেন যে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশ্বের ৪৩টি দেশে অ্যান্টিভাইরাল ফ্যাভিপিরাভির ড্রাগ ‘অ্যাভিগান’ বিনামূল্যে প্রদান করবে জাপান।

জাপানের এনএইচকে জানিয়েছে যে, ৮০টি দেশে বিনামূল্যে এই ঔষধ প্রদান করা হবে, তবে প্রথমবার জাতিসঙ্গের একটি সংস্থার মাধ্যমে ৪৩টি দেশে প্রদান করা হবে ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এর মধ্যে ইউরোপীয় দেশ রয়েছে, এর মধ্যে বেশিরভাগ পূর্ব ইউরোপের, ফিলিপিন্স এবং মালয়েশিয়া সহ এশিয়ার কিছু দেশ ও মধ্য প্রাচ্যে।

করোনাভাইরাস সম্পর্কে আরো পড়ুন :

করোনা মহামারীতে এজমা রোগীদের করণীয়

Coronavirus: ৫টি উপায় মেনে চলুন, নিজেকে করোনা মুক্ত রাখুন

জেনে নিন: করোনা আক্রান্ত হলে করনীয়, কি খাবেন, কিভাবে সুস্থ হবেন ?

দেশে করোনা পরীক্ষা করা যাবে যেসব ল্যাবে

Child Vaccine: শিশুদের কোন টিকা কখন দিবেন, কিভাবে দিবেন ?

জাপানের ফুজিফিল্মের তয়োমা ফার্মাসিউটিক্যালস এই অ্যাভিগানের উদ্ভাবক । ২০১৪ সালে ইনফ্লুয়েঞ্জার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ‍ওষুধটি চীনে ভালো করেছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে যে, উহান ও শেনজেনের ৩৪০ জন করোনা আক্রান্ত রোগীকে এই ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ৯১ শতাংশ রোগীর ফুসফুসে উন্নতি হয়েছে। এই ওষুধ ছাড়া অন্যভাবে চিকিৎসা করা রোগীদের মধ্যে ৬২ শতাংশের ফুসফুসে উন্নতি দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here