কানাডার পদত্যাগী অর্থমন্ত্রী বিল মোর্নিয়ার স্থলে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ৫২ বছর বয়সী ক্রিস্টিয়াই কানাডার ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী।

নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে অথনৈতিক সুরক্ষায় সরকারি ব্যয় নিয়ে বিরোধের জের ধরে গত ১৭ আগস্ট, সোমবার পদত্যাগের ঘোষণা দেন বিল মোর্নিয়া।

এর পরদিনই ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সেই পদে নিয়োগের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘আমরা কাচের দেয়ালটা ভেঙেছি।’

লিবারেল পার্টি অব কানাডার রাজনীতিক ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড প্রথম জীবনে ছিলেন সাংবাদিক। পরবর্তীতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বভারও সামলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here