যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার ৪ দিন ব্যাপী শুরু হওয়া রিপাবলিকান দলের জাতীয় সম্মলনে আনুষ্ঠানিকভাবে তাকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে সম্মেলনে যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ মুহূর্তে হাজির হয়ে ট্রাম্প বলেন, এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। সুতরাং এই নির্বাচন যাতে কোনোভাবেই তারা ছিনিয়ে নিতে না পারে।
সম্মেলনের শেষ দিন কনভেনশনে মূল ভাষণ দেবেন ট্রাম্প। এদিন তিনি তুলে ধরবেন তার বিস্তারিত কর্মসূচী।
এর আগে ২০১৬ সালে ট্রাম্প প্রথমবারের মতো রিপাবলিকান দল থেকে মনোনয়ন পান। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হবে ।