যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়–পরাজয়ে নির্ধারক হয়ে উঠেছে নেভাদা। এই অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে ব্যাটেলগ্রাউন্ড বলে পরিচিত অঙ্গরাজ্যটির ভোট এখন অনেক গুরুত্বপূর্ণ। জো বাইডেন মিশিগানে এগিয়ে যাওয়ায় এই অঙ্গরাজ্য হয়ে উঠছে জয়-পরাজয় নির্ধারক।
নেভাদার নির্বাচন কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় রাত ১১টা) আগে ফল জানা যাবে না। যদিও এখন পর্যন্ত রাজ্যের সরাসরি ও ডাকযোগে জমা পড়া সব ভোট গণনা হয়ে গেছে। তবে নির্বাচনের দিন আসা ডাকযোগে ভোটের গণনা বাকি আছে। খবর নিউইয়র্ক টাইমসের
বাইডেন এখানে প্রত্যাশার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে। প্রেসিডেন্ট ট্রাম্প নেভাদাতে ২০১৬ সালের নির্বাচনে হেরেছিলেন।
অল্প ব্যবধানে এগিয়ে থাকা বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ। দু’জনের ভোটের ব্যবধান ৮ হাজারের কিছু বেশি।
এদিকে ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট।