বিজয় নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হোয়াইট হাউজ থেকে এক বক্তব্যে একথা বলেন তিনি।
— Donald J. Trump (@realDonaldTrump) November 6, 2020
এসময় সঠিক ভোট গণনা হলে জিতবেন বলেও দাবি করেন তিনি। তবে বক্তব্যে প্রতারণার অভিযোগ তুললেও কোন ধরনের তথ্য দেননি ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরেও অনেক ক্রিটিক্যাল স্টেটে আমি জিতেছি। এরমধ্যে ফ্লোরিডার মতো স্টেটে বিপুল ব্যবধানে জিতেছি।
প্রতারণার অভিযোগ তুললেও কী ধরনের প্রতারণা করা হয়েছে কিংবা কীভাবে প্রতারণা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি।’
ট্রাম্প আরও বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি অনেক ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু পরে রহস্যজনকভাবে অনেক নতুন ভোট গোনা শুরু হয়।
তিনি দাবী করেন, এখানে নির্বাচন শেষ হবার পর ভোট পাঠানো হয়েছে, বেআইনি ভোট গ্রহণ করা হয়েছে, গোপনে ভোট গোনা হয়েছে, ভোট গণনা কেন্দ্রে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হয়নি।
তিনি নির্বাচনের আগের মাসগুলোতে প্রকাশিত জনমত জরীপের তীব্র নিন্দা করে বলেন, তার সমর্থকদের নিরুৎসাহিত করার উদ্দেশ্যে জো বাইডেনকে এগিয়ে দেখিয়ে এসব জরীপ প্রচার করা হয়েছিল।