হিন্দুদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ নিয়ে একটি টুইট করেছেন তিনি। এতে ইমরান খান লিখেছেন, সকল হিন্দু নাগরিকদের জানাই দিওয়ালির শুভেচ্ছা। দক্ষিণ এশিয়ার দেশটির বিরুদ্ধে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ওপর তীব্র নির্যাতনের অভিযোগ। এই নির্যাতনের সবথেকে বড় শিকার দেশটির হিন্দুরাই।
দেশটির গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, পাকিস্তানি হিন্দুরা বেশ আয়োজন করেই দিওয়ালি উৎযাপন করছেন। হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরগুলো আলো দিয়ে সাজানো হয়েছে। সেখানে পূজা আয়োজিত হচ্ছে।
সাধারণ মানুষের মধ্যে মিস্টি বিতরণ হচ্ছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি। পাকিস্তানের করাচি, লাহোরসহ বড় শহরগুলোতেই উৎসব হয়ে থাকে। সরকারি হিসেবে পাকিস্তানে ৭৫ লক্ষ হিন্দু বাস করেন। তাদের অধিকাংশই বাস করেন সিন্ধু প্রদেশে।