যুক্তরাষ্ট্রের আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান ডোনাল্ড ট্রাম্প।

এবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন তিনি; এর পরও রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আগামী ২০ জানুয়ারি বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে অথবা সে সময় তিনি এ ঘোষণা দিতে চান।

যদিও সম্প্রতি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি এ নিয়ে এখনই কথা বলতে চান না। তবে ট্রাম্প এমন ঘোষণা দিলে তা রিপাবলিকান দলের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে।

আগামী নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীরা ট্রাম্পের তৃতীয়বারের মতো মনোনয়নের জন্য লড়াইকে মোটেও ভালো চোখে দেখবেন না বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here