মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক হওয়া গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে দুই সপ্তাহের রিমান্ড দেওয়া হয়েছে। আমদানি-রপ্তানি আইনের লঙ্ঘনের অভিযোগ এনে সু চিকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এনএলডি মুখপাত্র এক ফেসবুক পোস্টে জানান, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক থাকবেন ৭৫ বছর বয়সী সু চি।

তিনি বলেন, ‘নির্ভরযোগ্য তথ্যানুযায়ী জানা যাচ্ছে, আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে সু চির বিরুদ্ধে ১৪ দিনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

মিয়ানমারের শক্তিশালী সশস্ত্র বাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলে নেয়ার দুদিন পর বুধবার সুচিকে রিমান্ডে নেয়ার খবর আসলো। এর আগে সু চির বিরুদ্ধে একটি অভিযোগ গঠন করা হয়েছিল।

এছাড়া বন্দি প্রেসিডেন্ট উইন মিন্টকে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানান এনএলডি’র মুখপাত্র কি তোয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here