ইরাকে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী বাগদাদে শনিবার (২৪ এপ্রিল) এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের দিয়ালা ব্রিজ নামক এলাকার ইবনে খতিব হাসপাতালে এই অগ্নিকাণ্ডটি ঘটে। প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে, হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটেছে।

আগুন লাগার পরপর সেখানে উদ্ধার কাজ শুরু হয় এবং রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আগুনে দগ্ধ হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান জানিয়েছেন, এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে। ত্রিশ থেকে ৪০ জন রোগী এখনও ওই হাসপাতালে আছেন।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে দ্রুত তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here