সর্বশেষ খবর অনুযায়ী ভারতের পশ্চিম বঙ্গে বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) জয়ের পথে রয়েছে। রাজ্যের ২৯২ টি আসনের মধ্যে ২১৩ টিতে টিএমসি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৭৭ টি এবং অন্যান্য দল দুটি আসন পেয়েছে ।
রাজ্যের মোট আসন ২৯৪ টির মধ্যে প্রার্থীর মৃত্যুর কারণে দুইটি আসনের ভোট স্থগিত রয়েছে। সরকার গড়তে প্রয়োজন ১৪৮ টি আসন। পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
BJP's Suvendu Adhikari wins Nandigram constituency against West Bengal CM Mamata Banerjee, as per Election Commission of India. pic.twitter.com/GBeVccupca
— ANI (@ANI) May 2, 2021
কিন্তু মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির তার নিজ আসন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী সুভেন্দু অধিকারীর কাছে হেরে যান । গণনা শেষে দেখা গেছে সুভেন্দু পেয়েছেন ১০৯,৬৭৩ ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১০৭,৯৩৭।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৎকালীন তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন৷ এবার তিনি বিজেপিতে যোগ দিয়ে মমতা বন্দোপাধ্যায়কে নির্বাচনে হারিয়ে দেন ।