ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরে একটু করে কমতে শুরু করেছে। গত শনিবার এই সংখ্যা ৪ লক্ষ ছাড়ানোর পর রবিবার ৩.৯২ লক্ষ ও সোমবার ৩.৬৮ লক্ষ মানুষ করোনা শনাক্ত হন। আজ মঙ্গলবার সেখানে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। একদিনে শনাক্তের সংখ্যা কমলেও মোটের হিসাবে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল আজ।
করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের। এ নিয়ে দেশটিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। সেই সাথে দেশে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ জনে।
মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের মতো করোনাক্রান্ত রাজ্যগুলিতে কিছুটা হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫০ হাজারের নিচে নেমেছে। দিল্লিতেও বেশ কয়েক দিন পর আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম।