করোনায় বিপর্যস্ত ভারতে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। তবে বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৮৮৭ জনের। এই সময়ের মধ্যে সংক্রমিত হয়েছেন আরও ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনে। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ লাখ ১৩ হাজার ৪১৩।

পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা আরও কমেছে। ১০ হাজারের নিচে নেমে গেছে নতুন করে কোভিড আক্রান্তর সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও। কিছুটা স্বস্তি দিচ্ছে মৃত্যু সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। যা মঙ্গলবার ছিল ৯ হাজার ৪২৪ জন। করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। মৃত্যু হয়েছে ১৩৫ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here