ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হুগলি জেলায় ১১, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় দুই এবং দুই মেদিনীপুরে চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার হুগলির খানাকুলে বজ্রপাতে একই পরিবারের দুইজনসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। পোলবার দাদপুরে প্রাণ গেছে তিনজনের। তারকেশ্বরেও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া, হরিপাল ও সিঙ্গুরে একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার

মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমাতে বজ্রপাতে মারা গেছে সাতজন। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও দুইজনের।

সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দুইটি পৃথক স্থানে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক নারীসহ দুইজনের। অন্যদিকে, মেদিনীপুরে দুইজনের মৃত্যু হয়েছে। বাঁকুড়ায় মারা গেছে দুইজন।

বজ্রপাতে যারা মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া পোস্টে তিনি জানান, মৃতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে সাহায্য দেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here