খবরে প্রকাশ, তালেবানরা রাজধানী কাবুল দখল করে নিয়েছে। ইতমধ্যে প্রেসিডেন্ট আশরাফ গানি এবং ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহ তাদের কিছু সহযোগীদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করার খবর দিয়েছে বিবিসি।
Taliban push into Kabul as Afghan President Ghani flees the country https://t.co/qXPYaIIfRd
— BBC News (World) (@BBCWorld) August 15, 2021
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এক ভিডিও বার্তায় বলেছেন, তালেবানরা ক্ষমতা দখল করলেও তিনি, তার মেয়ে এবং পরিবারের সঙ্গে কাবুলে রয়েছেন। তিনি তালেবান ও আফগান সেনাবাহিনীকে দেশের নাগরিকদের সুরক্ষার আহ্বান জানান।
হামিদ কারজাই জনগণকে বাড়িতে অবস্থান করে শান্ত থাকার অনুরোধ করেন এবং তিনি আরও বলেন, তালেবানদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তিনি কাজ করছেন।
এর আগে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল সাত্তার মিরজাকওয়াল বলেছিলেন, তালেবানরা কাবুলে হামলা না করতে সম্মত হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চান এবং এভাবেই হবে।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, কাবুল যেন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, সেজন্য আফগান সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে।