পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ গিনিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলফা কোন্দে-কে পদচ্যুত করে ক্ষমতা দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
Soldiers in Guinea seek to tighten grip after ousting Alpha Condé https://t.co/b3jAjn7jhh
— BBC News (World) (@BBCWorld) September 6, 2021
সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক বাহিনীর সদস্যদের প্রেসিডেন্ট কোন্দেকে ঘিরে থাকতে দেখা যায়। পরে বাহিনীটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্টকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রেসিডেন্ট ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্যান্য দেশের সঙ্গে গিনির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী দেশের সব বিমানবন্দরও বন্ধ করে দিয়েছে। গত বছর ৮৩ বছর বয়সী প্রেসিডেন্ট কোন্দে তৃতীয়বারের মতো নির্বাচনে জিতেছিলেন । কিন্তু সরকারের ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনাতর কারণে জনপ্রিয়তা ক্রমাগত হ্রাস পেতে থাকে।