আফগানিস্তান দখল করার তিন সপ্তাহ পর নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত সরকারে মোট ৩৩ জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তালেবানদের নতুন সরকারে কোন নারীকে অন্তর্ভুক্ত করেনি।
The Taliban’s chief spokesman says the new caretaker government will be led by Mohammad Hasan Akhund ⤵️ https://t.co/BaLGmxSx7J
— Al Jazeera English (@AJEnglish) September 7, 2021
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের ঘোষিত এই নতুন সরকারে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে মন্ত্রী পরিষদের প্রধান করা হয়েছে। তার উপ-প্রধান হিসেবে কাজ করবেন মোল্লা আব্দুল গনি বারাদার ।
তবে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড সিরাজুদ্দিন হাক্কানী। সন্ত্রাসী সংগঠন এই হাক্কানি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের কালো তালিকাভুক্ত।