নাপিতদের দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর বিবিসির।

তালেবানের ধর্মীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ এই নিয়ম ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। কাবুলে কর্মরত কয়েক জন নাপিতও জানিয়েছেন তারাও একই ধরনের নির্দেশনা পেয়েছেন।

গত মাসে ক্ষমতায় আসার পর থেকে তালেবানরা বিরোধীদের কঠোর শাস্তি দিয়েছে। শনিবার, তারা চার অভিযুক্ত অপহরণকারীকে গুলি করে হত্যা করে এবং তাদের মৃতদেহ হেরাত প্রদেশের রাস্তায় ঝুলিয়ে রাখে।

তবে, তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিক এক টুইট বার্তায় বলেন, হেলমান্দে দাড়ি কামানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বিবৃতিটি ভুল এবং এই বিষয়ে কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি।

তালেবানের প্রথম সরকারের আমলে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে নকশাদার চুল কাটা নিষিদ্ধ করা হয়। আর পুরুষদের দাড়ি রাখতে উৎসাহিত করা হয়। তবে তালেবানের পতনের পর আফগানিস্তানে পুরুষের ক্লিন শেভ জনপ্রিয় হয়ে ওঠে আর বহু আফগান পুরুষ সেলুনে গিয়ে নানা স্টাইলে চুল কাটান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here