Photo credit: Twitter

রোববার জার্মানির জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে । এতে দেখা যায় যে, চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) দলের চেয়ে ১ দশমিক ২ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।

প্রকাশিত ফলাফলে দেখা যায় যে, শলৎসের এসপিডি (২৫.৭ শতাংশ), সিডিইউ/সিএসইউ (২৪.১ শতাংশ), সবুজ দল (১৪.৮ শতাংশ), এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৩ শতাংশ) ও বাম দল (৪.৯ শতাংশ)ভোট পেয়েছে ৷

তবে, শলৎসের নেতৃত্বাধীন এসপিডি এগিয়ে থাকলেও কোন দলগুলি জোট করে সরকার গঠন করবে তা এখনো পরিষ্কার নয়। এসপিডি-র থেকে কম ভোট পেলেও সিডিইউ/সিএসইউ-ও সরকার গঠনের চেষ্টা করবে বলে জানিয়ে দিয়েছে।

এর আগেও সিডিইউ/সিএসইউ ও এসপিডি এর আগেও জোট করে সরকার চালিয়েছে। উল্লেখ্য, অ্যাঙ্গেলা মের্কেল গত ১৬ বছর ধরে জার্মানির নেতৃত্ব দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here