আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুন্দুজ প্রদেশের এক মসজিদে জুমার নামাজের সময় এক ভয়াবহ বোমা হামলায় ৫০ জন মারা যায় এবং ৬০ জনেরও বেশি আহত হয়। বিস্ফোরণের লক্ষ্য ছিল হাজারা শিয়া মসজিদ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
At least 50 killed after suicide bomber targeted Shia mosque in Kunduz, Afghanistan, during Friday prayers, local officials say https://t.co/MXCfwa7yfU
— BBC News (World) (@BBCWorld) October 8, 2021
নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলার সময় মসজিদে প্রায় ৩০০ লোক উপস্থিত ছিল। এই লোকেরা জুমার নামাজে অংশ নিতে এসেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা নামাজ পড়ার সময় বিস্ফোরণের শব্দ শুনেছেন। ঘটনাস্থলে চিৎকার -চেঁচামেচি হচ্ছিল এবং লোকজন এখানে -সেখানে দৌড়াতে শুরু করেছিল।
কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানায়, সেখানে ৩৫ জন মৃত এবং ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। এছাড়া, ডক্টরস উইথআউট বর্ডারস হাসপাতালের একজন কর্মী জানান, সেখানে ১৫ জন নিহত এবং অনেক হতাহত ব্যক্তিকে নেওয়া হয়েছেন।
কোনো সংগঠন এখনো এই হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে সক্রিয় আইএস-খোরাসান গোষ্ঠী এই বিস্ফোরণের পেছনে থাকতে পারে। আইএস শিয়া মুসলমানদের বিরোধিতা করে আসছে।