মিয়ানমারের নোবেল বিজয়ী ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
Myanmar court sentences ousted leader Aung San Suu Kyi to four years jail https://t.co/RIhDmruo5l
— BBC News (World) (@BBCWorld) December 6, 2021
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অসন্তোষ উসকে দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এই নেত্রী।
২০২১ সালের ১লা ফেব্রুয়ারি রাতে মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে। তখন থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি রেখে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা করা হয়েছে।
এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেয়ার মতো অভিযোগ। সু চির বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণিত হলে তার ১০২ বছরের কারাদণ্ড হতে পারে।