শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে শপথবাক্য পড়ান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
RANIL TO TAKE OATHS AS PM TODAY#SriLanka #SLNewshttps://t.co/7zKXXKEnt5
— DailyMirror (@Dailymirror_SL) May 12, 2022
রাষ্ট্রপতি নিজের পদত্যাগের আহ্বান উপেক্ষা করে এক জাতীয় ভাষণে দেশে শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়ার পরে এই পদক্ষেপ নেন। খবর শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইনের।
তার দেশব্যাপী এই ভাষণে মিঃ রাজাপাকসে বলেছিলেন যে, তিনি একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন যিনি সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থনের পাশাপাশি একটি নতুন মন্ত্রিসভাকে পরিচালনা করবেন।
৭৩ বোচ বয়সী জনাব বিক্রমাসিংহে কয়েক দশক ধরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিমণ্ডলে জড়িত রয়েছেন। এটি হবে তার ষষ্ঠ প্রধানমন্ত্রী, যদিও তাকে কখনোই পূর্ণ মেয়াদে থাকতে দেখা যায়নি ।
ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির দলনেতা ও কলম্বো জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।