তুরস্ক সে দেশের রাষ্ট্রীয় নাম পরিবর্তন করেছে। এখন থেকে দেশটির নাম হবে ‘তুর্কিয়ে’। তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ‘তুর্কিয়ে’ নামটি গ্রহণ করেছে।
Here is the Turkish Foreign Minister Cavusoglu’s letter to UN Secretary General on Turkey’s name change
“I therefore request you to inform all the relevant UN organs, bodies, entities as well as member states on the use of Republic Türkiye as the new official name in English” pic.twitter.com/y9EhSD4FGr
— Ragıp Soylu (@ragipsoylu) June 2, 2022
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু জাতিসংঘ মহাসচিবকে পাঠানো নিজের স্বাক্ষরিত একটি চিঠির ছবি টুইট করেন।
জাতিসংঘের অনুমতির পর এখন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতেও নতুন এই নাম ব্যবহার করা হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ের এরদোগান গত বছর থেকে দেশের নাম ‘তুর্কিয়ে’ রাখার প্রচারণা শুরু করেন। তিনি বলেন,
তুর্কিয়ে নামটি ভালোভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।